Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to Shariatpur District Jail information. Jail does not accept Bikash, Rocket, Cash or any money in any bank for the illness of prisoner detained in Jail. Treatment is provided as per government rules. Anyone asking for money under the identity of such a prison is being asked to contact the law enforcement force or the local office.


Title
Regarding visits to prisoners:
Details

শরীয়তপুর জেলা কারাগার

বন্দীদের সাথে দেখা-সাক্ষাত সংক্রান্তঃ


ক) হাজতী বন্দিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজন ১৫ দিনে ১ বার দেখা করতে পারবেন।


খ) সাজাপ্রাপ্ত বন্দির সাথে মাসে ১ বার দেখা করা যাবে।


গ) ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দিদের ক্ষেত্রে (ভিকটিম) জেলা ম্যাজিস্ট্রেট বা আদালতের অনুমতি প্রয়োজন হয়।


ঘ) দেখা-সাক্ষাত সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং সর্বোচ্চ ১ জন সাক্ষাতপ্রার্থী ১ জন বন্দির সাথে দেখা করতে পারবেন।


ঙ) বন্দিদের সাথে দেখা করার জন্য কোন প্রকার আর্থিক বা অন্যান্য বিনিময় নিষিদ্ধ।


চ) আগ্নেয়াস্ত্র, মোবাইল বা অন্যান্য কোন নিষিদ্ধ দ্রব্য নিয়ে সাক্ষাত কক্ষে প্রবেশ করা যাবেনা।


ছ) বন্দিদের সাথে দেখা করার জন্য জেল সুপার বরাবর আবেদন করতে হবে। যারা আবেদনপত্র লিখতে সক্ষম নন তাদের সহায়তা করার জন্য রিজার্ভে কর্তব্যরত কর্মচারীর সাহায্যে দরখাস্তের মাধ্যমে দেখা করার সুযোগ পাবে।


জ) নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে ‍দূর-দূরান্ত থেকে আগত সাক্ষাতপ্রার্থীদের সাথে বন্দিদের সাক্ষাতের জন্য সাধারণত মানবিক দৃষ্টিকোণ থেকে অনুমতি প্রদান করা হয়।


ঝ) কারাগারে আটক বন্দি অথবা কারও সম্বন্ধে কোন তথ্য জানতে চাইলে রিজার্ভ গার্ডে কর্তব্যরত সর্বপ্রধান কারারক্ষির সাথে যোগাযোগ করা যেতে পারে।


ঞ) সাক্ষাতপ্রার্থীদের সহজ ও ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের লক্ষে প্রত্যেক কারাগারে ১ টি করে ক্যন্টিন চালু রয়েছে। আগত সাক্ষাতপ্রার্থীরা নিজ প্রয়োজনীয় দ্রব্যাদি নায্যমূল্যে ক্রয়              করে বন্দিদের সরবরাহ করতে পারেন। এতে একদিকে যেমন কারাগারে অবৈধ দ্রব্যাদি প্রবেশ নিয়ন্ত্রিত হয় অন্যদিকে সাক্ষাতপ্রার্থীরা সহজলভ্য ও ঠিক জিনিস ক্রয় করতে পারবেন।


ট) সাক্ষাতপ্রার্থীগণ কর্তৃক বন্দিদের জন্য দেয়া মালামাল যথাযথভাবে বন্দির নিকট পৌঁছানো নিশ্চিত করা হয়।


ঠ) বন্দি এবং দর্শনার্থী উভয়ের ভোগান্তি এড়াতে কর্তব্যরত কারারক্ষি সহযোগিতা করবে।


ড) ডিভিশনপ্রাপ্ত বন্দিরা ১৫(পনের) দিন পর পর দেখা করতে পারবে।


ঢ) দায়িত্বপ্রাপ্ত কারারক্ষি ট্যানয় সিস্টেম বা ক্ষেত্র বিশেষে কলিং রাইটারের মাধ্যমে সংশিষ্ট বন্দিকে দ্রুত ডেকে এনে তার আত্মীয়-স্বজনের সাথে স্বাক্ষাতের ব্যবস্থা করেন।



সেবা প্রদান বা গ্রহণে কোন প্রকার অনিয়ম কালক্ষেপণ বা হয়রানি পরিলক্ষিত হলে সুনির্দিষ্ট অভিযোগ মৌখিকভাবে/লিখিতভাবে নিম্নোক্ত কর্মকর্তাদের নিকট অথবা নিম্নোক্ত টেলিফোন/মোবাইলে জানানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ক) জেল সুপার মোবাইল নং- 01769970270

খ) জেলার মোবাইল নং- 01769970271